নিজস্ব সংবাদদাতাঃ নেপাল বিমান দুর্ঘটনায় রবিবার খারাপ আবহাওয়া ও তুষারপাতের জন্য বন্ধ হয়ে যায় অনুসন্ধান অভিযান। তবে সোমবার সূর্যের আলো ফুটতেই ফের অনুসন্ধান অভিযান শুরু করে নেপালি সেনা। এবার নেপালের মুস্তাং জেলার সানোসওয়্যারের থাসাং-২ এলাকায় বিধ্বস্ত বিমানটির দুর্ঘটনার স্থান চিহ্নিত করল নেপালি সেনার অনুসন্ধানকারী দল। রবিবার উড়ান চলাকালীন মধ্য আকাশে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বিমানে ছিল ৪ জন ভারতীয় সহ মোট ২২ জন।