নিজস্ব সংবাদদাতাঃ নেপাল বিমান দুর্ঘটনায় রবিবার খারাপ আবহাওয়া ও তুষারপাতের জন্য বন্ধ হয়ে যায় অনুসন্ধান অভিযান। তবে সোমবার সূর্যের আলো ফুটতেই ফের শুরু হল অনুসন্ধান অভিযান। নেপালের মুস্তাং জেলায় ‘তারা এয়ারে’র ‘৯ এনএইটি টুইন-ইঞ্জিন’ বিমানের অনুসন্ধান শুরু করেছে নেপালি সেনা। অনুসন্ধান অভিযান সহজ করতে হেলিকপ্টার ব্যবহার করছে নেপালি সেনা।