নিজস্ব সংবাদদাতাঃ ১৭.২ ওভারে সাই কিশোরের বল তুলে মারেন বোল্ট। মিলার ক্যাচ ধরলেও বাউন্ডারি লাইনের বাইরে পা চলে যায়। ফলে ৬ রান পেয়ে যান বোল্ট। পরের বলও তুলে মারেন বোল্ট। তবে তেওয়াটিয়ার হাতে ধরা পড়ে যান। ৭ বলে ১১ রান করে মাঠ ছাড়েন বোল্ট। রাজস্থান ১১২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট হাতে মাঠে নামেন ওবেদ ম্যাকয়। তিনি ওভারের শেষ বলে ছক্কা মারেন। ১৮ ওভারে রাজস্থানের স্কোর ৭ উইকেটে ১২০।