নিজস্ব সংবাদদাতা : ছোট থেকেই ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন কৃষ্ণনগরের দেবর্ষি মৈত্র। স্বপ্ন তো সবাই দেখে। কিন্তু স্বপ্নপূরণ করাটাই আসল। ইঞ্জিনিয়ার হয়ে ওঠার স্বপ্ন পূরণ হয়েছে দেবর্ষির। এবার বড় চাকরির প্রত্যাশাও পূরণ হতে চলেছে তার। গুগল থেকে ডাক পেয়েছেন কৃষ্ণনগরের যুবক। বার্ষিক ১ কোটি ৪০ লক্ষ টাকা বেতনের চাকরি পেয়েছেন তিনি। শীঘ্রই পাড়ি দেবেন লন্ডনে। কৃষ্ণনগর ঘূর্ণির দেবর্ষি রাধানগর চৈতন্য বিদ্যাপীঠ থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পর কৃষ্ণনগর হাই স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। এরপর কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে উচ্চমাধ্যমিক দেওয়ার পর জয়েন্ট এ পাস করে তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন। ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হলেও রেজাল্ট এখনও হাতে পাননি তিনি৷ এরই মাঝে এল সুখবর। ছেলের সাফল্যে গর্বিত বাবা বাদল মৈত্র এবং মা বকুল মৈত্র।