দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: রাজ্যজুড়ে ভোট-পরবর্তী সন্ত্রাসের বিষয়ে তথ্য যাচাই করে, খোঁজখবর নিয়ে, অভিযোগগুলি যাচাই করতেই জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা প্রতিটি জেলাতে ঘুরে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মানবাধিকার কমিশন তখনই আসে যখন প্রশাসন সন্ত্রাসের বিষয়টি স্বীকার করেনা, সহযোগিতা করে না এবং অভিযোগ নেয় না। তিনি আরো দাবি করেছেন, যে বিজেপি পার্টির পক্ষ থেকে হাজার হাজার অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশনে পাঠানো হয়েছিল, সেগুলি যাচাই করতেই কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসেছেন।