নিজস্ব সংবাদদাতা : মেলায় গিয়ে ফুচকা দেখেই জিভে জল এসেছিল। আর তাতেই ঘটলো বিপত্তি। বিষক্রিয়ায় ভুগছে ৯৭ জন শিশু। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্ডলা জেলায়। শনিবার সন্ধ্যায়, জেলা রাজধানী থেকে ৩৮ কিলোমিটার দূরে উপজাতি অধ্যুষিত সিংগারপুর অঞ্চলে অনুষ্ঠিত মেলায় একই দোকান থেকে সমস্ত শিশুরা মশলাদার খাবার খেয়েছিল। বেশ কয়েকটি স্থানীয় গ্রামের বাসিন্দারাও কেনাকাটা করতে মেলায় গিয়েছিলেন। জেলা হাসপাতালের সিভিল সার্জন ডাঃ কে আর শাক্য জানিয়েছেন যে সন্ধ্যা সাড়ে ৭টার সময় বমি ও পেটে ব্যথা শুরু হয় শিশুদের। তারপরই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সকলেই এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন তিনি। খাবার বিক্রেতাকে আটক করেছে পুলিশ। খাবারের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।