নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িতে নেমেই আচার্য বিতর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, 'এসএসসি দুর্নীতি থেকে নজর সরাতে এই আচার্য ইস্যু তৈরি করছে রাজ্য সরকার। এই নিয়োগে দুর্নীতির জেরে হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যৎ নষ্ট হয়েছে। সেই বিতর্ক থেকে নজর ঘোরাতেই এই চক্রান্ত। সরকার এই বিষয়ে কী বলছে তা নিয়ে আমি ভাবি না।' এদিকে রাজ্যপালের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'অবাস্তব কথা বলছেন রাজ্যপাল।'