‘মন কি বাত’, নারী শিক্ষায় সাহায্যের জন্য রাম ভূপাল রেড্ডির প্রশংসা করলেন নরেন্দ্র মোদী

author-image
Harmeet
New Update
‘মন কি বাত’, নারী শিক্ষায় সাহায্যের জন্য রাম ভূপাল রেড্ডির প্রশংসা করলেন নরেন্দ্র মোদী

নিজস্ব সংবাদদাতাঃ প্রত্যেক মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেন ‘মন কি বাতে’র মাধ্যমে। রবিবার সেই মত দেশ বাসীর কাছে নিজের মনের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নারী শিক্ষায় সাহায্য প্রদানের জন্য অন্ধ্রপ্রদেশের রাম ভূপাল রেড্ডিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সেলফ ফর সোসাইটি' মন্ত্র আমাদের সংস্কৃতির একটি অংশ। এমনই একজন ব্যক্তি হলেন অন্ধ্রপ্রদেশের রাম ভূপাল রেড্ডি, যিনি মেয়েদের শিক্ষার জন্য রিটারমেন্টের পর তার আয় দান করেছেন৷ তিনি ১০০ টি মেয়ের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে অ্যাকাউন্ট খোলেন এবং সেগুলিতে ২৫ লাখ টাকারও বেশি জমা দিয়েছেন”।