নিজস্ব সংবাদদাতাঃ প্রত্যেক মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষের সঙ্গে নিজের মনের কথা ভাগ করে নেন ‘মন কি বাতে’র মাধ্যমে। রবিবার সেই মত দেশ বাসীর কাছে নিজের মনের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরখণ্ডে চলছে চারধাম যাত্রা। সেখানে যাত্রীদের যত্রতত্র আবর্জনা ফেলার বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “উত্তরাখণ্ডে চারধাম যাত্রা চলছে। সেখানে হাজার হাজার তীর্থযাত্রী আসছেন। আমি কেদারনাথের তীর্থযাত্রীদের দেখেছি। কিছু তীর্থযাত্রীদের দ্বারা ছড়িয়ে পড়া আবর্জনা দেখে আমি দুঃখিত”। তবে যেসব তীর্থযাত্রী নিজেদের আশেপাশের আবর্জনা পরিষ্কার করছেন তাদের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।