বনমালী ষন্নিগ্রহী,বাঁকুড়াঃ আজ ২৮ মে সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পালিত হল ওয়ার্ল্ড হেলথ ম্যান্সট্রুয়াল ডে বা বিশ্ব মাসিক কালীন স্বাস্থ্য দিবস। এই উপলক্ষে আজ কিশোরীদের নিয়ে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও সারেঙ্গা আইসিডিএস প্রকল্পের যৌথ উদ্যোগে হয় এই কর্মশালা। সাধারণত বয়ঃস্বন্ধি কালীন সময়ে কিশোরীদের বিভিন্ন শারীরিক পরিবর্তন হয়। যার মধ্যে অন্যতম হল মাসিক। যে সময় মেয়েদের প্রথম মাসিক শুরু হয় তখন মেয়েরা মানসিক দিক দিয়ে কিছুটা দ্বন্দ্বে থাকে। তারা ওই বিশেষ শারীরিক পরিবর্তনের কথা অনেক সময় বাড়ির সদস্যদের জানাতেও লজ্জা বোধ করে। দেখা যায় বাড়ির সদস্যদের না জানিয়ে নোংরা কাপড় বা ন্যাকড়া ব্যবহার করে। যার ফলে হয় বিভিন্ন ধরণের সংক্রমণ। যার প্রভাব পরবর্তীকালে পড়ে মাতৃ স্বাস্থ্যেও। শুধু নোংরা কাপড় ব্যবহারই নয় অনেকে হয়তো স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলেও তা নিয়ম মেনে ব্যবহার না করার ফলে হয় সংক্রমণ। আবার অনেকের মাসিক কালীন সময়ে দেখা দেয় বিভিন্ন সমস্যা। এছাড়াও মাসিক কালীন সময়ে আর কি কি নিয়ম বা স্বাস্থ্য বিধি মেনে চলা উচিৎ সেই নিয়ে আজকের এই কর্মশালা বলে জানা গিয়েছে। কর্মশালা উপলক্ষে ছাত্রছাত্রীদের সাথে চলে প্রশ্নোত্তর পর্বও। কর্মশালায় মেয়েদের হাতে তুলে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গার সিডিপিও অভিজিৎ মন্ডল, সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ বিশ্বজিৎ ব্যানার্জী, আইসিডিএস সুপার ভ্যাইজার, মেল ও ফিমেল কাউন্সিলর, আশা কর্মী, পুণর্বাসন কেন্দ্রের কর্মীরা, স্যাগ কেভী কনভার্জেন্স প্রকল্পের কর্মীরা ও পডি স্টাফেরা। কর্মশালায় এসে খুশি কিশোরীরা।