দিগ্বিজয় মাহালিঃ দাসপুরে স্ত্রীর ওপর অ্যাসিড ছোড়ার ঘটনায় নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী শোয়েব আলী তার স্ত্রীর ওপর অ্যসিড ছুড়ে মারে। যার ফলে অ্যসিড আক্রান্ত হয়ে পুরো মুখ ও একটি চোখ ঝলসে যায় শোয়েবের স্ত্রী শাকিরার। খবর যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার গোবিন্দপুর এর বাসিন্দা রহিম শেখ এর কাছে। খবর পেয়ে শুক্রবার বিকেল নাগাদ রহিম এসে পৌঁছায় তার একমাত্র মেয়ের কাছে। রহিম এসে দেখেন তার মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রহিমের দাবি, তার মেয়ের একটি চোখ নষ্ট হয়ে গেছে। ঝলসে গিয়েছে শাকিরার মুখমন্ডল। শরীরের একাধিক জায়গায় অ্যাসিডে পুড়ে গিয়েছে। যদিও অ্যাসিড ছোড়ার অভিযোগে রহিম তার জামাইয়ের বিরুদ্ধে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগের পর অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে।