প্রকাশ্যে এল বীর সাভারকরের বায়োপিকের প্রথম লুক

author-image
Harmeet
New Update
প্রকাশ্যে এল বীর সাভারকরের বায়োপিকের প্রথম লুক

বীর সাভারকরের জন্মবার্ষিকীতে, অভিনেতা রণদীপ হুডা স্বাধীনতা সংগ্রামীর বায়োপিক স্বতন্ত্র বীর সাভারকর থেকে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথম লুক শেয়ার করেছেন । ছবিটি বীর সাভারকার নামে পরিচিত স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের বায়োপিক।'সরবজিত' অভিনেতা লুকটি শেয়ার করে লিখেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নায়ককে কুর্নিশ জানাচ্ছি। আমি আশা করি আমি একজন সত্যিকারের বিপ্লবীর এত বড় রোল পূরণ করার চ্যালেঞ্জটি পূরণ করতে পারব , এবং সবার সামনে বলতে পারব বাস্তব গল্প যা এতদিন অজানা ছিল । ছবিটি শীঘ্রই নির্মাণে যাবে। মহেশ মাঞ্জরেকর ছবিটি পরিচালনা করবেন।
বিনায়ক দামোদর সাভারকর 28 মে 1883 সালে মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, আইনজীবী ও লেখক। সাভারকর 'হিন্দুত্ব' শব্দটি তৈরি করার জন্য পরিচিত।