ইন্ডিগোকে ৫ লক্ষ টাকা জরিমানা ডিজিসিএ-র

author-image
Harmeet
New Update
ইন্ডিগোকে ৫ লক্ষ টাকা জরিমানা ডিজিসিএ-র

নিজস্ব সংবাদদাতা : বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে বিমানে উঠতে না দিয়ে জরিমানার শাস্তি পেল ইন্ডিগো। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ৫ লক্ষ টাকার জরিমানা করেছএ রাঁচি বিমানবন্দরে ঘটা এই ঘটনায়। ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, “ইন্ডিগোর গ্রাউন্ড স্টাফরা এই বিশেষ শিশুর পরিচালনায় গাফিলতি ঘটিয়েছেন যার ফলে পরিস্থিতি আরও তিক্ত হয়। আরও সহানুভূতিশীলভাবে শিশুর সঙ্গে আচরণ করলে ওই শিশু শান্ত থাকতে পারত এবং এই ধরনের চরম পদক্ষেপের প্রয়োজনও পড়ত না। বিশেষ পরিস্থিতি অভূতপূর্ব প্রতিক্রিয়ার দাবি রাখে ঠিকই কিন্তু এয়ারলাইন্স কর্মীরা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হন এবং বিমান চলাচলের বিধি ও নীতির ক্ষেত্রে ত্রুটি ঘটান। এই সব কারণেই কর্তৃপক্ষ ইন্ডিগো এয়ারলাইন্সকে ৫ লাখ জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।'' নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়েছে, এই ধরনের পরিস্থিতি রোধ করার জন্য সংস্থা তার বিধিগুলি পুনর্বিবেচনা করবে এবং প্রয়োজনীয় পরিবর্তন ঘটাবে।



প্রসঙ্গত, ৭ মে রাঁচি-হায়দরাবাদ বিমানের যাত্রী মনীষা গুপ্তা ওই শিশু ও তার বাবা-মায়ের সমস্যার বিষয়টি তুলে ধরার পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। বিমানের কর্মীরা তাঁদের বিমানে উঠতে দিতে অস্বীকার করেন। ভাইরাল হওয়া একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, মনীষা গুপ্তা জানান, ইন্ডিগো ম্যানেজার চিৎকার করতে থাকেন এবং সবাইকে বলতে থাকেন যে “শিশুটি অস্বাভাবিক”।