ন্যানো ইউরিয়া প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

author-image
Harmeet
New Update
ন্যানো ইউরিয়া প্ল্যান্টের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নিজস্ব সংবাদদাতাঃ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধীনগরে 'সহকার সে সমৃদ্ধি' প্রোগ্রামের আইএফএফসিও এর আওতায় কলোলে নির্মিত ন্যানো ইউরিয়া (তরল) প্ল্যান্টের উদ্বোধন করেছেন। সেখানে তিনি বলেন, “আজ আমরা মডেল সমবায় গ্রামের পথে এগিয়ে যাচ্ছি। গুজরাটের ছয়টি গ্রাম চিহ্নিত করা হয়েছে যেখানে সম্পূর্ণভাবে সহযোগিতার ব্যবস্থা করা হবে। আজ ন্যানো ইউরিয়া (তরল) প্ল্যান্টের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত”।