ফরাসি ওপেনে টেনিস তারকার ছোঁড়া র‍্যাকেটে আহত শিশু

author-image
Harmeet
New Update
ফরাসি ওপেনে টেনিস তারকার ছোঁড়া র‍্যাকেটে আহত শিশু

নিজস্ব সংবাদদাতাঃ  ফরাসি ওপেনে হঠাৎই তুমুল বিতর্ক শুরু হয়ে গেল রোমানিয়ার খেলোয়াড় ইরিনা ক্যামেলিয়া বেগুকে নিয়ে। অল্পের জন্য শাস্তির হাত থেকে বেঁচে গেলেন। দ্বিতীয় রাউন্ডের একটি ম্যাচ চলাকালীন হতাশায় কোর্টে র‌্যাকেট আছড়ে মারেন তিনি। সেটি আচমকা লাফিয়ে উঠে দর্শকাসনে বসা এক খুদে দর্শকের মাথায় গিয়ে লাগে। প্রবল ব্যথায় সঙ্গে সঙ্গে কাঁদতে থাকে সে। বেগু গোটা ঘটনায় হতভম্ব হয়ে যান। চেয়ার আম্পায়ারও পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন। ফরাসি ওপেনে একাতেরিনা আলেকজান্দ্রোভার বিরুদ্ধে ম্যাচ চলছিল বেগুর। তৃতীয় সেটে একটি ব্রেক পয়েন্ট কাজে লাগাতে না পেরে র‌্যাকেট সজোরে ছুড়ে মারেন কোর্টে। সেটিই গিয়ে ওই খুদে সমর্থকের মাথায় লাগে। চেয়ার আম্পায়ার সঙ্গে সঙ্গে গিয়ে পরিস্থিতি দেখেন এবং ম্যাচের যিনি সুপারভাইজার তাঁকে বিষয়টি দেখতে বলেন। কিছুক্ষণ পর তিনি ফের খেলা শুরু করার নির্দেশ দেন। যদিও এতে বেগুর মনঃসংযোগ ব্যাঘাত ঘটেনি। রাশিয়ার আলেকজান্দ্রোভাকে ৬-৭, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেলেন তিনি। কিন্তু শাস্তির হাত থেকে রেহাই পাননি। তাঁকে ১০ হাজার ডলার বা সাত লক্ষ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।