নিজস্ব সংবাদদাতা : উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের তীর্থযাত্রীদের প্রচণ্ড ভিড়ের কারণে সোনপ্রয়াগে থামানো হয়েছে বলে জানালেন রুদ্রপ্রয়াগ সার্কেল অফিসার প্রমোদ কুমার। পুলিশ এবং ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP) কর্মীরা শনিবার সকাল ১০ টা থেকে সোনপ্রয়াগে ভক্তদের থামিয়ে দিয়েছে। রুদ্রপ্রয়াগ সার্কেল অফিসার বলেন, "তাদের এখন ২৯ মে রবিবার ভোর ৪টা থেকে কেদারনাথ ধামে পাঠানো হবে।" প্রসঙ্গত,একদিনের বিরতির পর বুধবার আবার শুরু হল কেদারনাথের তীর্থযাত্রা। ২৪ মে তুষারপাত এবং খারাপ আবহাওয়ার কারণে কেদারনাথ যাত্রা বন্ধ করা হয়। তীর্থযাত্রীরা যে যেখানে ছিলেন সেখানেই তাদের অবস্থান করতে বলা হয়েছিল এবং আবহাওয়া পরিষ্কার হওয়ার পর আবার যাত্রা শুরু করতে বলা হয়েছিল।