নিজস্ব সংবাদদাতা : বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন ১১৩ বছরের প্রৌঢ়। শুক্রবারই ১১৩-তে পা রাখলেন ভেনিজুয়েলার জুয়ান ভিসেন্তে পেরেজ। আর জন্মদিনের উপহার স্বরূপ মিললো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি (পুরুষ)-এর স্বীকৃতি। এর আগে এই রেকর্ডটি ছিল ১১২ বছর, ৩৪১ দিন বয়সী স্পেনের সাটার্নিনো দে লা ফুয়েন্তে গার্সিয়ার।দীর্ঘায়ুর রহস্য কী জানতে চাওয়া হলে জুয়ান বলেন, 'ছুটির দিনে বিশ্রাম করুন, তাড়াতাড়ি ঘুমাতে যান, প্রতিদিন মদ্যপান করুন, ঈশ্বরকে ভালোবাসুন।'
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুয়ানের নিজের ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এছাড়াও আরও ১৮ জন নাতি-নাতনি সহ আরো এক ডজন নাতি-নাতনি রয়েছে তার। শুক্রবার পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিনের উদযাপনে মেতে ওঠেন ১১৩ বছরের জুয়ান। যখন তার বয়স মাত্র পাঁচ, বাবার সঙ্গে আখ ক্ষেতে কাজ করা শুরু করেন জুয়ান এবং কফি কাটাও শুরু করেন। ১০ বছর বয়সে একটি স্থানীয় স্কুলে যোগদান করেন। তবে, তার শিক্ষক অসুস্থ হয়ে পড়ার পর তিনি বেশিদিন পড়াশোনা চালিয় যেতে পারেননি। বার্ধক্যজনিত কারণে বর্তমানে সামান্য উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের সমস্যা রয়েছে জুয়ানের। তার চিকিৎসক জানিয়েছেন এর জন্য কোনো ওষুধ খান না তিনি।