old_সর্বশেষ খবর চাকরির দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ স্থানীয়দের Harmeet 28 May 2022 15:14 IST Follow Us New Update হরি ঘোষ, দুর্গাপুরঃ স্থানীয়দের চাকরির দাবিতে দুর্গাপুর কোকওভেন থানা এলাকার সাগরভাঙা বেসরকারি ইস্পাত কারখানার গেটে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে থাকে। আজ শনিবার সকালে দুর্গাপুরের বেসরকারি ইস্পাত কারখানা এসআরএমবি গেটের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোকওভেন থানার পুলিশ। দুর্গাপুরের মহকুমা শাসক, কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় কোকওভেন থানায় লিখিতভাবে সমস্যার কথা জানান স্থানীয়রা। অবশেষে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। আগামী দিনে স্থানীয়দের চাকরি না হলে বৃহত্তম আন্দোলনের হুঁশিয়ারি দেয় স্থানীয় নেতা মনোজ ব্যানার্জি। local people Durgapur protest private factory cockoven police factory authority west bengal sdo service purba bardhaman Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন