দিগ্বিজয় মাহালিঃ একচিলতে একটি ঘরের স্যাঁতস্যাঁতে মেঝে চলছে খুদেদের পড়াশোনা। পাশেই অস্বাস্থ্য পরিবেশে ভাঙ্গা রান্নাঘরে ফুটছে খিচুড়ি। শিশুদের পড়াশোনা করানো ও পুষ্টিকর খাবার দেওয়ার লক্ষ্যে শুরু হওয়া এই প্রকল্প ভুগছে উপযুক্ত পরিকাঠামোর অভাবে। এমনই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশকগ্রাম অঞ্চলের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সবং ব্লকের দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার হরেকৃষ্ণ বুথ এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে সতীশচন্দ্র বুথের মুসলিম পল্লী এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই রান্নাঘর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন মুসলিম পল্লী এলাকার স্থানীয় পঞ্চায়েত প্রধান সানাউল মীর। তিনি বলেন, “অস্বীকার করার কোন জায়গা নেই। সত্যিই আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর নেই। তাও যে ভাঙ্গা রান্নাঘরটি রয়েছে তার ওপরের চাল ভেঙে পড়েছে। সামনে পচা আবর্জনা পড়ে রয়েছে। অস্বাস্থ্য পরিবেশে খিচুড়ি রান্না করছেন দিদিমনিরা। এই নিয়ে বারংবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি”।