দিগ্বিজয় মাহালিঃ একচিলতে একটি ঘরের স্যাঁতস্যাঁতে মেঝে চলছে খুদেদের পড়াশোনা। পাশেই অস্বাস্থ্য পরিবেশে ভাঙ্গা রান্নাঘরে ফুটছে খিচুড়ি। শিশুদের পড়াশোনা করানো ও পুষ্টিকর খাবার দেওয়ার লক্ষ্যে শুরু হওয়া এই প্রকল্প ভুগছে উপযুক্ত পরিকাঠামোর অভাবে। এমনই চিত্র দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশকগ্রাম অঞ্চলের একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। সবং ব্লকের দশগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার হরেকৃষ্ণ বুথ এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে সতীশচন্দ্র বুথের মুসলিম পল্লী এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহ একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই রান্নাঘর। যেটুকুও রয়েছে তারমধ্যে কোথাও নেই ওপরের ছাউনি। কোথাও বা একেবারেই ভেঙে পড়েছে রান্নাঘর। আর সেই ভাঙা রান্নাঘরেই চলছে শিশুদের খিচুড়ি রান্না। পাশেই পড়ে রয়েছে পচা আবর্জনা এমনকি শৌচালয় রয়েছে গা ঘেঁষে। এমনই অস্বাস্থ্যকর পরিবেশে কি সম্ভব শিশুদের রান্না? এই নিয়ে ইতিমধ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অভিভাবক ও অভিভাবিকাদের অভিযোগ,দীর্ঘ কয়েক বছর ধরে উক্ত এলাকাগুলির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না ঘর ভেঙে পড়ে রয়েছে। ভেঙে পড়া রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদের খিচুড়ি রান্না করছেন কেন্দ্রের দিদিমনিরা। যা শিশুদের পক্ষে ক্ষতিকারক। তাদের আরও অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলোর রান্নাঘর ঠিক করা হয়নি।