নিজস্ব সংবাদদাতাঃ দেশের মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৮৮ শতাংশের বেশি মানুষ সম্পূর্ণ কোভিড টিকা নিয়ে নিয়েছেন। আজ একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্দাভিয়া। আজ টুইটে মন্ত্রী লেখেন, "টিকা নেওয়ার পরও কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।" ২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে দেশব্যাপী কোভিড টিকাকরণ শুরু হয়েছিল। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বিনামূল্যে টিকা সরবরাহ করছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, আজ সকাল ৭টা পর্যন্ত দেশে ১৯৩ কোটি ১৩ লাখ ৪১ হাজার ৯১৮ ডোজ টিকা দেওয়া হয়েছে।