চিড়িয়াখানায় সাপের কামড়ে মৃত্যু ইজরায়েল থেকে আসা সিংহীর

author-image
Harmeet
New Update
চিড়িয়াখানায় সাপের কামড়ে মৃত্যু ইজরায়েল থেকে আসা সিংহীর

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার রাজধানী ভূবনেশ্বরের নন্দনকাননে মর্মান্তিক মৃত্যু এক সিংহীর। ওড়িশার বিখ্যাত নন্দনকানন চিড়িয়াখানায় ২০১৫ সালে ইজরায়েল থেকে আনা হয়েছিল ওই সিংহীকে। সিংহীটির নাম রাখা হয়েছিল গঙ্গা। এই সিংহীর স্বভাব, মেজাজের জন্য পর্যটক ও চিড়িয়াখানার কর্মীদের মধ্যে খুব জনপ্রিয় ছিল। সেই ১৫ বছরের ইজরায়েলি সিংহী গঙ্গা নন্দনকানন চিড়িয়াখানায় আজ, শনিবার সকালে মারা গেল। সিংহীর গুহায় ঢুকে পড়া এক সাপের কামড়ে এই মৃত্যু বলে মনে করা হচ্ছে। সিংহীর গুহায় জল খাওয়ার জায়গা থেকে সাপটিকে ধরা হয়েছে। সাপের কামড়ের সঙ্গে সঙ্গে সিংহীর শরীরে খুব দ্রুত বিষ ছড়িয়ে পড়ে। পশু চিকিৎসকরা সিংহীটিকে বাঁচানোর খুব চেষ্টা করেন। কিন্তু তাকে বাঁচানো যায়নি। সিংহীটির ময়নাতদন্তের রিপোর্ট আজ, শনিবার সন্ধ্যার মধ্যে আসার কথা।