হলদিয়ায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা

author-image
Harmeet
New Update
হলদিয়ায় আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা

নিজস্ব সংবাদদাতাঃ আজ শুভেন্দু অধিকারীর খাস তালুক হলদিয়ায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার রানিচকের সংহতি ময়দানে সভা করবেন তিনি। সেখানে শ্রমিক সংগঠনের সমাবেশের প্রধান বক্তা তিনি। হলদিয়ায় এই প্রথমবার সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভার মাধ্যমেই শ্রমিকরা তাদের বক্তব্য রাজ্য নেতৃত্বের কাছে তুলে ধরতে পারবে।

Abhishek Banerjee to inaugurate TMC office in Guwahati on May 11 during  Assam visit