বাংলা জুড়ে আগামী কয়েকদিন চলবে বৃষ্টি!

author-image
Harmeet
New Update
বাংলা জুড়ে আগামী কয়েকদিন চলবে বৃষ্টি!

নিজস্ব সংবাদদাতাঃ হাওয়া অফিস জানিয়েছে, শনিবার বিকেলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলায়। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এবং উপকূলের জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বর্তমানে একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে দক্ষিণ-বিহার পর্যন্ত। আরও একটি অক্ষরেখা নেপাল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি রয়েছে। শুক্রবার কলকাতা এবং তার আশেপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শনিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে। কলকাতা এবং তার আশেপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত বৃষ্টিতে দূর হবে না গরম। এদিকে আগামী দু-তিনদিনের মধ্যে কেরলে বর্ষা ঢুকতে পারে। সেখানে প্রাক বর্ষার বৃষ্টি চলছে। এর ফলে বাংলাতেও শীঘ্রই আগমন ঘটতে পারে বর্ষার। এমনই মনে করছেন আবহাওয়াবিদরা।