২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ হাজার ৬৮৫ জন

author-image
Harmeet
New Update
২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ হাজার ৬৮৫ জন

নিজস্ব সংবাদদাতাঃ  দু’বছরেরও বেশি সময় ধরে দাপট দেখিয়ে চলেছে করোনা। এখনও বিদায় নেয়নি ভাইরাস। তাই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এখনও চিন্তায় রাখছে দিল্লি ও মহারাষ্ট্রের কোভিড গ্রাফ। সেখানকার দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও উদ্বেগজনক। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৬৮৫ জন। এর মধ্যে রাজধানী দিল্লিতেই আক্রান্ত ৪৪৫ জন। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ৫৩৬ জন। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৫৭২। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২,১৫৮ জন। পজিটিভিটি রেট ০.৬০ শতাংশ।