ব্রেকিং নিউজ আজ গুজরাট সফরে প্রধানমন্ত্রী মোদী Harmeet 28 May 2022 08:48 IST Follow Us New Update নিজস্ব সংবাদদাতাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট সফর করবেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি রাজকোটের আটকোটে নবনির্মিত মাতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করবেন। তারপর অনুষ্ঠানস্থলে একটি প্রকাশ্য অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি। তারপর এদিন বিকেল ৪টে নাগাদ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে 'সহকার সে সমৃদ্ধি' শীর্ষক বিভিন্ন সমবায় সংস্থার নেতাদের সেমিনারে ভাষণ দেবেন তিনি। যেখানে তিনি কালোলের ইফকোতে নির্মিত ন্যানো ইউরিয়া (লিকুইড) প্ল্যান্টেরও উদ্বোধন করবেন। public function kdp multispeciality hospital atkot gujarata visit india rajkot seminar Prime Minister narendra modi Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন