নিজস্ব সংবাদদাতাঃ বন্যায় বিপর্যস্ত অসম। ভারতের উত্তর-পূর্বের এই রাজ্য কার্যত জলের তলায়। অসমের একের পর এক জেলা যখন বন্যা এবং ভূমি ধ্বসে বিপর্যস্ত, সেই সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন আইএএস অফিসার কীর্তি জাল্লি। অসমের কাছাড়ের বন্যা বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে নৌকায় নেমে পড়েন কীর্তি জাল্লি। কীর্তি জাল্লির সেই ছবি প্রকাশ্যে আসার পর নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন। কেউ বলেন, এই মহিলা অফিসার অন্য কোনও গ্রহের। কেউ আবার বলতে শুরু করেন, এই ধরনের সরকারি অফিসারের প্রয়োজন ভারতবর্ষে। এই ধরনের কাজ করলে, সরকারি আধিকারিকদের সঙ্গে সাধারণ মানুষের যোগসূত্র গড়ে উঠবে বলেও মন্তব্য করেন অনেকে। কেউ কেউ আবার বলতে শুরু করেন, কীর্তি জাল্লি যে এই প্রথম সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন, তা নয়। এর আগে করোনা যখন ব্যাপকহারে ছড়াচ্ছে ভারতে, সেই সময় বিয়ে উপলক্ষ্যেও কীর্তি ছুটি নেননি। মানুষের পাশে দাঁড়াতে করোনাকালেও বিয়ের ছুটি বাতিল করে এক নাগাড়ে কাজ করে যান কীর্তি জাল্লি।