ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া

author-image
Harmeet
New Update
ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী  মানস রঞ্জন ভুঁইয়া

দিগ্বিজয় মাহালী, সবং : সবং ব্লকে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। বৃহস্পতিবার বিকেলে আচমকাই ধেয়ে আসে কাল বৈশাখী ঝড়। এই ঝড়ের তান্ডবে রাস্তায় ভেঙে পড়ে ইলেকট্রিক পোল। এছাড়াও ভয়ঙ্কর ঝোড়ো হাওয়ার দাপটে নিমিষের মধ্যেই বড় বড় গাছ ভেঙে পড়ে।কোনওরকমে প্রাণ বাঁচতে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় গ্রামগুলির একাধিক পরিবার। ঝোড়ো হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় বেশকিছু বাড়ির চাল। ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয় সবং ব্লকের ৩ টি গ্রাম পঞ্চায়েত এলাকা। বিশেষত সবং ব্লকের ৪ নং দশগ্রাম,৩ নং দাদরা, ৫ নং সারতা গ্রাম পঞ্চায়েতে ব্যাপক ক্ষতি হয়েছে।



শুক্রবার দুপুরে সেইসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী মানস ভুঁইয়া সহ সবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। মন্ত্রী প্রথমে দশগ্রাম অঞ্চলের মুসলিম পল্লী, খাজুরী,নানকার এলাকায় যান। তারপর তিন নম্বর দাদরা অঞ্চল থেকে শুরু করে ৫ নং সারতা অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষদের অভাব-অভিযোগের শোনেন।