পানীয় জলের সঙ্কটের অভিযোগ, স্মারকলিপি জমা দিতে গেলে বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিশের

author-image
Harmeet
New Update
পানীয় জলের সঙ্কটের অভিযোগ, স্মারকলিপি জমা দিতে গেলে বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিশের

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোলে পানীয় জলের সঙ্কটের অভিযোগে রাস্তায় নামলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল। আজ সকাল সাড়ে ১১টা নাগাদ আসানসোল পুরসভার সামনে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ধর্নায় বসেন আসানসোল দক্ষিণের বিধায়িকা। তাঁর অভিযোগ, পানীয় জলের সঙ্কট চললেও জল সরবরাহে কোনও উদ্যোগ নিচ্ছে না তৃণমূল পরিচালিত পুরসভা। তবে দু’ঘণ্টার বেশি সময় ধরে অবস্থানে বসে থাকলেও অগ্নিমিত্রার সঙ্গে কোনও পুর আধিকারিকের দেখা হয়নি। পুরসভার তরফেও মেলেনি কোনও প্রতিক্রিয়া। মেয়রের কাছে স্মারকলিপি জমা দিতে গেলে বিজেপি প্রতিনিধি দলের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিশের।