রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল পৌরনিগম এলাকায় জলের সমস্যা রয়েছে। সমস্যা সমাধানের দাবিতে আসানসোল পৌরনিগমের গেটে বসে বিক্ষোভ বিজেপির। আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই বিক্ষোভ চলে। বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলার পরে পৌরনিগমে এসে পৌঁছান ডেপুটি মেয়র ওয়াসিমুল হক। বিধায়িকা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল গিয়ে দেখা করেন ডেপুটি মেয়রের সাথে। সেখান থেকে বেরিয়ে দেখা করেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জির সাথে।এদিন ডেপুটেশন নেওয়ার পরে অমরনাথ বাবু বলেন, "আমরা ব্যাপারটা দেখছি। কেন জল পড়ে না, কি ব্যাপার। আমি বিধায়িকাকে অনুরোধ করব আমরা আগামী দিনে যে আন্দোলন করব উনিও যেন আমাদের সাথে আসেন।"