চিত্তরঞ্জন রেল কারখানার জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠক করলেন মেয়র বিধান উপাধ্যায়

author-image
Harmeet
New Update
চিত্তরঞ্জন রেল কারখানার জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠক করলেন মেয়র বিধান উপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা, চিত্তরঞ্জনঃ চিত্তরঞ্জন শহরে অবৈধ ভাবে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ পাঠালো রেল কর্তৃপক্ষ। সেই নোটিশ পাওয়ার পরেই সাধারণ মানুষ দ্বারস্থ হয় বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের কাছে। আর সাধারণ মানুষের আবেদনে শুক্রবার চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনারেল ম্যানেজার এস.কে কাশ্যপের সঙ্গে একান্তে সাক্ষাৎ করে তাদের অসুবিধার কথাগুলো জানান বিধায়ক। এই প্রসঙ্গে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জানান, "উচ্ছেদের নোটিশ পাওয়ার পরেই অনেক মানুষ তাদের অসুবিধাগুলো নিয়ে আসেন। আর তারই পরিপ্রেক্ষিতে আজ জি.এমের সঙ্গে একটি বৈঠকে কথা হল। এখানে বহু মানুষ রয়েছে যারা বছর বছর ধরে মাটি ও টালির বাড়ি করে বসবাস করছেন। তারা এখন কোথায় যাবে সেইসব বিষয়ে আলোচনা করা হল। রেলের জেনারেল ম্যানেজার আশ্বাস দিয়েছেন নতুন করে কোনও আবাসন তৈরি করা যাবে না। তবে তারা কোনও উচ্ছেদ অভিযান চালাবে না। তাছাড়া রাস্তায় গরু, মোষ যেনো না চলাচল করে তার দিকে নজর রাখতে হবে।" পাশাপাশি তিনি আরও বলেন,  "যেসব পুরোনো পকেট গেট রয়েছে সেগুলো বন্ধ করা হবে না।"