রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল পৌরনিগম এলাকায় জলের সমস্যা রয়েছে। সমস্যা সমাধানের দাবিতে আসানসোল পৌরনিগমের গেটে বসে বিক্ষোভ বিজেপির। আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এই বিক্ষোভ চলে। এদিন বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন, "এলাকায় জলের সমস্যা রয়েছে। অনেক রাতে জল আসে। তাও জলের পেসার থাকছে না। এই সমস্যা আগেও জানিয়েছিলাম। এখন মেয়রকে আবার জানাতে এসেছি। যতক্ষণ না কেউ আমাদের সাথে কথা বলছে আমরা ততক্ষণ এখানে বসে থাকব।"