দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা ঘুরে যাওয়ার পরেই ফের আক্রান্ত বিজেপি কর্মী। দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর বাড়ি ফিরতেই সালিশি সভায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হলো বিজেপি কর্মীকে। নির্ধারিত জরিমানা না দেওয়াতেই মারধর বলে অভিযোগ পরিবারের। অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। মারধরে মাথা ফাটে বিজেপি কর্মী সাইদুল রহমানের। মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কেশপুর গ্রামীন হাসপাতাল ও পরে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গ্রামছাড়া ছিলেন স্থানীয় বিজেপি কর্মী সাইদুল রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় কেশপুর থানার অন্তর্গত মনতলা গ্রামে নিজের বাড়ি ফেরেন সাইদুল। এর পরেই শুক্রবার রাতে তৃণমূলের তরফে সালিশি সভায় ডেকে জরিমানা আদায়ের চেষ্টা করে ওই বিজেপি কর্মীর কাছ থেকে। বিজেপি কর্মী জরিমানা না দেওয়াতেই এমন আক্রমণ করা হয় বলে অভিযোগ।
প্রসঙ্গত, শুক্রবার সকালেই কেশপুর থানার অন্তর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা।
এর পরেই ফের নতুন করে সংঘর্ষের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কেশপুর এলাকায়।
এই ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে কেশপুর থানার পুলিশ। এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।