নিজস্ব সংবাদদাতাঃ ভারত বন্দনা করেই চলেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। এবার জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সমালোচনার সঙ্গে ভারতের প্রশংসা করছেন তিনি। সরকারের সমালোচনা করার সময়, ইমরান বলেছেন যে রাশিয়ার থেকে ৩০ শতাংশ সস্তায় তেল কেনার জন্য আগের সরকারের চুক্তি অনুসরণ করেনি বর্তমান অসংবেদনশীল সরকার। তিনি ভারতের প্রশংসা করতে গিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে প্রতি লিটারে জ্বালানির দাম কমাতে পেরেছে। ইমরান বলেন, "বিদেশি প্রভুদের সামনে আমদানি করা সরকারের আনুগত্যের জন্য মূল্য দিতে শুরু করেছে পেট্রোল এবং ডিজেলের দাম। প্রতি লিটারে ২০ শতাংশ দাম বৃদ্ধি আমাদের ইতিহাসে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। অযোগ্য ও অসংবেদনশীল সরকার রাশিয়ার সঙ্গে আমাদের চুক্তি অনুসরণ করেনি। যেখান থেকে আমরা ৩০ শতাংশ সস্তায় তেল পেতাম।" টুইটে ইমরান লিখেছেন, "বিপরীতভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে প্রতি লিটারে জ্বালানির দাম ২৫ পিকেআর কমাতে সক্ষম হয়েছে। এখন আমাদের দেশ এই বদমাশদের হাতে আরেকটি বড় ধরনের মুদ্রাস্ফীতির শিকার হবে।" পাকিস্তান বৃহস্পতিবার পেট্রলিয়াম পণ্যের দাম প্রতি লিটারে ৩০ পিকেআর বাড়িয়েছে।