হরি ঘোষঃ বৃহস্পতিবার রানিগঞ্জের ট্রাফিক ইনচার্জ চিত্তোষ মণ্ডলের নেতৃত্বে রানিগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় যানবাহন চেকিং অভিযান চালানো হয়। এই অভিযান চলাকালীন আসানসোল থেকে বাঁকুড়াগামী একটি বাসে অতিরিক্ত মালপত্র থাকায় চেক করা হয়। ওই বাসটির তদন্তকালে দেখা যায় বাসে তামা বহন করা হচ্ছে। মোট ২ কুইন্টাল ১৫ কেজি তামা পরিবহন করা হচ্ছিল, যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকার বেশি। পুলিশ অফিসার বাসের চালক ও কন্টাক্টরকে তামার কথা জিজ্ঞেস করলে জানা যায়, আসানসোলের গোধূলি থেকে এই বিপুল পরিমাণ তামা বাঁকুড়া নিয়ে যাচ্ছিল সে। তবে তামার মালিক সে নয়। গোধূলি থেকে একজন এই তামা তার বাসে রাখে বলে জানিয়েছে সে। তামলি বাঁধে তামাটা নামানোর কথা রয়েছে বলে জানান সে। যদিও পুলিশ অফিসাররা বাস কর্মীদের এই যুক্তিতে সন্তুষ্ট হননি। পুলিশের এক আধিকারিক বলেন, “বাস ড্রাইভার বলেছেন যে তিনি সেই ব্যক্তির নামও জানেন না। ওই ব্যক্তির মোবাইল নম্বরও নেই তার কাছে”। এই বিপুল পরিমাণ তামা বাজেয়াপ্ত করা হয়।