কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড সবং, বিদ্যুৎ বিচ্ছিন্ন একাধিক গ্রাম

author-image
Harmeet
New Update
কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড সবং, বিদ্যুৎ বিচ্ছিন্ন একাধিক গ্রাম

দিগ্বিজয় মাহালিঃ কালবৈশাখীর ভয়াবহ রূপ দেখল সবং এলাকার জনসাধারণ। মাত্র ৫ থেকে ৭ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। কালবৈশাখীর এই রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দশকগ্রাম, দেহাটি, বড়চাহারা সহ একাধিক গ্রামের মানুষজন। 

এলাকার মানুষ কিছু বুঝে ওঠার আগেই মিনিট কয়েকের ঝড়ে চারিদিক লণ্ডভণ্ড হয়ে যায়। চারিদিকে পড়ে রয়েছে গাছের ডালপালা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাড়ির ছাউনি। ঝড়ের বেগে বড় বড় গাছপালা ভেঙ্গে রাস্তায় পড়ে যায়। যার জেরে অবরুদ্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। বেশ কয়েকটি গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সবংয়ের একাধিক গ্রাম। 

এই বিষয়ে সবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন শুভ্র মহান্তি ফোনে জানান, সবং ব্লকের দশকগ্রাম, দেহাটি, বড়চাহারা, মসাগ্রাম, নানকার, কোলন্দা সহ একাধিক গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইতিমধ্যে প্রশাসনের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।