গ্রামবাসী ও বন দফতরের দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় বিশালাকৃতির একটি অজগর সাপকে উদ্ধার করা হল

author-image
Harmeet
New Update
গ্রামবাসী ও বন দফতরের দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় বিশালাকৃতির একটি অজগর সাপকে উদ্ধার করা হল

নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ গ্রামবাসী ও বন দফতরের দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় বিশালাকৃতির একটি অজগর সাপকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে। আজ সকালে রামচন্দ্রপুর আদিবাসী পাড়ায় একজনের বাড়িতে এই বিশালাকৃতির অজগর সাপটিকে দেখতে পায় গ্রামবাসীরা।

সাপটি একটি মুরগিকে ধরে ফেলেছিল। সেই মুরগির চিৎকারেই গ্রামের লোক গিয়ে দেখে অজগর সাপটিকে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোতে। সাপটি তখন পাশের ঝোপের একটি তাল গাছে উঠে পড়ে। এই বিশালাকৃতির অজগর সাপটিকে দেখতে ভিড় জমান এলাকাবাসীরা। খবর দেওয়া হয় বন দফতরকে।

কিছুক্ষনের মধ্যেই বন দফতরের লোক আসে সেখানে। কিন্তু সাপটিকে ধরতে গেলেই সাপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সাপটিকে কোনও মতেই বাগে আনতে পারছিল না বন দফতরের কর্মীরা। শেষে গ্রামবাসীরা উদ্ধার কাজে হাত লাগায়। দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় গ্রামবাসীরা সাপটিকে উদ্ধার করে। বন দফতর সূত্রে জানা যায়, সাপটি পূর্ন বয়স্ক সাপ। এবং সাপটি প্রায় ১০ফুট লম্বা।