বেআইনি ভাবে মজুত গাছ, বাজেয়াপ্ত করল বন দফতর

author-image
Harmeet
New Update
বেআইনি ভাবে মজুত গাছ, বাজেয়াপ্ত করল বন দফতর

দিগ্বিজয় মাহালিঃ বেআইনি ভাবে গাছ কেটে মজুত রাখায় সেই সব গাছ বাজেয়াপ্ত করল বন দফতর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের চড়কা এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকায় রাস্তার পাশেই বেশকিছু গাছ কাটা অবস্থায় মজুত করা ছিল। আর তারই খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালাল বন দফতরের মেদিনীপুর বন বিভাগের আধিকারিক ও পুলিশ। অভিযান চালিয়ে বন দফতর বাজেয়াপ্ত করে গাছগুলি। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তার কোনও হদিস এখনও মেলেনি। সম্প্রতি গাছ পাচার ও অবৈধ ভাবে গাছ কাটার অভিযোগে তোলপাড় পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। গড়বেতায় গাছ কাটা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীও। জেলায় গাছ কাটা নিয়ে এখনও পর্যন্ত মোট গ্রেফতার হয়েছে ৭ জন। বর্তমানে কড়া নজরদারি চালাচ্ছে বন দফতর, পুলিশ ও প্রশাসন। সূত্রের খবর, চড়কা এলাকায় দুয়ারে সরকার শিবিরের পরিদর্শনে গিয়েছিলেন কেশপুরের বিডিও দীপক কুমার ঘোষ। তখনই তার নজরে আসে বিষয়টি। তিনি বন দফতরে জানিয়েছিলেন। বিডিও বলেন, “ওখানে বেআইনি ভাবে অনেক গুলো গাছ মজুত থাকার অভিযোগ পেয়েছিলাম। সেই মতো বন দফতরকে জানানো হয়েছিল। বন দফতর গাছগুলি বাজেয়াপ্ত করে”। বন দফতরের এক আধিকারিক বলেন, “আমরা খবর পেয়ে অভিযান চালিয়েছিলাম। সেখান থেকে নিম, শিরীষ সহ বিভিন্ন ধরণের পনেরো-কুড়িটি কাটা গাছ উদ্ধার করা হয়েছে। কে বা কারা এর অঙ্গে জড়িত জানা যায় নি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে”।