ক্যারাটেতে জোড়া সোনা জয়লাভ করল বালিচকের ঊর্যা সামন্ত

author-image
Harmeet
New Update
ক্যারাটেতে জোড়া সোনা জয়লাভ করল বালিচকের ঊর্যা সামন্ত

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকের বাসিন্দা ঊর্যা সামন্ত ক্যারাটের দুটি বিভাগে প্রথম হয়ে সোনা জয় লাভ করল। সাড়ে আট বছর বয়সে ঊর্যার এই সাফল্যে খুশি বাবা, মা, আত্মীয় পরিজন সহ বালিচক এলাকায় মানুষজন। কয়েকদিন আগে উড়িষ্যা স্টেট ইস্ট ইন্ডিয়া ক্যারাটে এসোসিয়েশনের উদ্যোগে ভুবনেশ্বরের একটি ক্যারাটে স্কুলে আয়োজিত হয় ক্যারাটে প্রতিযোগিতা, যেখানে ভারতের ইস্ট জোনের রাজ্যগুলো থেকে প্রায় ৩০০ জন ছেলে মেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেই প্রতিযোগিতায় ঊর্যা সামন্ত ক্যারাটের দুটি বিভাগে প্রথম হয়ে সোনা জয় লাভ করে। পরবর্তীতে ন্যাশনাল খেলবে ঊর্যা। তার জন্য বালেশ্বরে থেকেই ক্যারাটের প্রশিক্ষণ চালাচ্ছে ঊর্যা। ঊর্যার সঙ্গে রয়েছে মা পাপিয়া সামন্ত ও কোচ দেবেন্দ্র রানা। মেয়ের পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যাক, ন্যাশনাল খেলুক, দেশের নাম এবং এলাকার নাম উজ্জ্বল করুক এটায় চায় ঊর্যার বাবা সোমনাথ সামন্ত। যদিও এই মুহুর্তে উড়িষ্যা রাজ্যের হয়ে খেলে সোনা জিতেছে ঊর্যা।