বনমালী ষন্নিগ্রহী, বাঁকুড়াঃ প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী। চারমাস গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার অভিযুক্ত মেঘমালা ভট্টাচার্য চন্দ্র। অভিযোগ চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণায় জড়িত ওই মহিলা। খাতড়া থানার পুলিশ বুধবার খাতরা শহরের বিদ্যাসাগর পল্লী এলাকা মেঘমালা ভট্টাচার্য চন্দ্রকে গ্রেফতার করে। বৃহস্পতিবার অভিযুক্ত মেঘমালাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে আদালত জামিনের আবেদন খারিজ করে আগামী জুন মাসের চার তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানা গেছে। উল্লেখ্য, সূত্রের খবর প্রায় এক বছর আগে খাতড়া শহরের এক যুবক সহ বিভিন্ন এলাকার যুবকদের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৪০ লক্ষ টাকা নিয়েছিল এই অভিযুক্ত দম্পতি। পরবর্তী সময়ে ওই অভিযোগকারীরা চাকরি না পাওয়ায় টাকা ফেরতের দাবি করেন দম্পতির কাছে। আরও জানা যায় চাপে পড়ে যুবকদের হাতে খাদ্য দপ্তরের নিয়োগপত্র তুলে দিয়েছিল অভিযুক্ত দম্পতি। এবং সেই নিয়োগপত্র নিয়ে তারা কাজে যোগ দিতে গেলে দেখা যায় সেই নিয়োগপত্রগুলো ভুয়ো। এরপর অভিযুক্ত দম্পতির কাছে টাকা ফিরিয়ে দেওয়ার বারবার আবেদন করা হয় কিন্তু প্রাক্তন সেনাকর্মী দম্পতি টাকা না দেওয়ায় এক যুবক ২০২১ সালে একটি লিখিত অভিযোগ দায়ের করেন খাতড়া থানায়। এবং সেই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন সেনাকর্মী অঞ্জন কুমার চন্দ্রকে খাতড়া থানার পুলিশ আগেই গ্রেপ্তার করেছিল, তিনি এখন জামিনে মুক্ত আছেন। কিন্তু তার স্ত্রী পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়েছিল এলাকা থেকে। কোনও রকম খোঁজ মেলেনি মেঘমালা ভট্টাচার্য চন্দ্রের। বুধবার গোপন সূত্রে খবর পায় অভিযুক্ত মেঘমালা তার স্বামী অর্থাৎ অঞ্জন কুমার চন্দ্রের খাতড়া শহরের বিদ্যাসাগর পল্লী এলাকার বাড়িতে আসার কথা ছিল। এবং দুপুর নাগাদ খাতড়া থানার পুলিশ বিদ্যাসাগর পল্লী এলাকায় প্রাক্তন সেনাকর্মী অঞ্জন কুমার চন্দ্রের বাড়িতে গিয়ে হানা দেয় এবং অভিযুক্ত মেঘমালা ভট্টাচার্য চন্দ্রকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। যদিও অভিযুক্তের আইনজীবী তন্ময় করের দাবি, তার মেঘমালাদেবী নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে।
লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী
New Update