আসানসোল থেকে বাঁকুড়াগামী বাস থেকে উদ্ধার তামা

author-image
Harmeet
New Update
আসানসোল থেকে বাঁকুড়াগামী বাস থেকে উদ্ধার তামা

নিজস্ব সংবাদদাতা, রাণীগঞ্জঃ বৃহস্পতিবার রাণীগঞ্জের ট্রাফিক ইনচার্জ চিত্তোষ মণ্ডলের নেতৃত্বে রাণীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় যানবাহন চেকিং অভিযান চালানো হয়। এই অভিযান চলাকালীন আসানসোল থেকে বাঁকুড়াগামী একটি বাসে অতিরিক্ত মালপত্র থাকায় চেক করা হয় বাসটি। তদন্তকালে দেখা যায় বাসে তামা বহন করা হচ্ছে।ওজনে দেখা যায় মোট ২ কুইন্টাল ১৫ কেজি তামা পরিবহন করা হচ্ছে যার আনুমানিক মূল্য ২ লাখ টাকার বেশি। পুলিশ অফিসার বাসের চালক ও কন্ডাক্টরকে এই তামার কথা জিজ্ঞেস করলে, বাসের কন্ডাক্টর কিছু বলার মতো অবস্থায় ছিলেন না, তিনি শুধু বলতে পারেন আসানসোলের গোধূলি থেকে এই তামাটি কেউ তার বাসে রেখেছিল এবং এটি বাঁকুড়ায় নামানোর কথা ছিল। তামলি বাঁধে নামানোর কথা ছিল, সেখানে কোনও একজন ব্যক্তি তামাটি নামাতে আসবে এবং সে তাদের ভাড়াও দেবে, যদিও পুলিশ অফিসাররা বাস কর্মীদের এই যুক্তিতে সন্তুষ্ট হননি। বাসের কন্ডাক্টর বলেন, "প্রতিটি লাগেজ চেক করে বাসে ওঠানো সম্ভব নয়, তাই কে কী নিয়ে যাচ্ছে তা দেখা খুব কঠিন। যে ব্যক্তি এই সামগ্রীটি রেখে গেছেন তার নামও জানেন না। তার মোবাইল নম্বরও নেই।" রাণীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ তামাটিকে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়।