নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বৃহস্পতিবার থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বি. এন. শাসমল সভাগৃহে শুরু হল লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য সম্মেলন। ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বছরভর যে কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক অমর মিত্র, স্বপ্নময় চক্রবর্তী, নলিনী বেরা, জয়ন্ত দে, কাবেরী রায়চৌধুরী এবং অনুষ্টুপ পত্রিকার সম্পাদক অনিল আচার্য সহ সাহিত্য ও লিটল ম্যাগাজিন জগতের ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, "সাহিত্য হল সমাজের আত্মা। সমাজ, রাজনীতি ও ইতিহাস বুঝতে গেলে সাহিত্যের কাছেই ফিরে যেতে হবে।" এছাড়াও স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন কর্মসূচিরও উল্লেখ করেন উপাচার্য। উল্লেখ্য, কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয় চত্বরে "পটের প্রদর্শনী ও মেলা" এবং "লোকশিল্প মেলা" অনুষ্ঠিত হয়েছে সাফল্যের সাথে। এই মেলার উদ্যোক্তারা আশাপ্রকাশ করে বলেন, "বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা ও কর্মচারীবৃন্দের কাছে বস্তুত পক্ষে বইমেলার অনুভূতি নিয়ে আসবে এই লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য সম্মেলন।"