নিজস্ব সংবাদদাতাঃ ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ প্রাথমিক ভাবে নজর কেড়েছেন দুই মুখ্য চরিত্রের অভিনেতা মনোজ বাজপেয়ী এবং সামান্থা আকিনেনি। কিন্তু এই সিরিজের প্রত্যেকটি চরিত্রই গুরুত্বপূর্ণ। একে অপরের পরিপূরক। ঠিক যেমন মনোজের মেয়ের চরিত্রে অভিনয় করা অশ্লেষা ঠাকুর। সিরিজে তাঁর চরিত্রের নাম ধৃতি। কল্যাণ নামের একটি চরিত্রের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এই প্লটের উপর দর্শকের নজর ছিল।কল্যাণের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ছিল ধৃতির। সে সব দৃশ্যে অভিনয় করতে কি আদৌ সমস্যা হয়েছিল? তা নিয়ে সদ্য এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অশ্লেষা। তাঁর কথায়, “আমি খুব নার্ভাস ছিলাম। কারণ প্রথমবার এমন কাজ করেছি। স্বতস্ফূর্ত ভাবে করতে চেয়েছিলাম। অনেক ওয়েব সিরিজে লভ ইন্টারেস্ট দেখেছি। এটা নিয়ে রিসার্চ করেছিলাম, পড়াশোনা করেছিলাম। চুমুর দৃশ্যটা টেকনিক্যাল ছিল। কোনও মজা নয়। এটা তো আমার কাজ। সুতরাং অভিনেত্রী হিসেবে যা যা করতে হবে, আমি করব।”