নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ কৃষকদের বিশ্বাস অর্জন করে মোটা টাকার ধান কিনে নিয়েছিল ধারে। প্রতিশ্রুতি মত কৃষকদের নির্দিষ্ট সময়ে টাকা দেওয়ার সময় ফেরার হয়ে যায় ধান গোডাউনের মালিক মোক্তার হোসেন। প্রায় দেড় বছর ধরে কয়েকশো কৃষক নিজেদের প্রাপ্য টাকা না পেয়ে বৃহস্পতিবার দুপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন নয়াগ্রামে। সামাল দিতে ছুটে যেতে হল গুড়গুড়িপাল থানার পুলিশকে। তবে তার আগেই বাড়ি থেকে ফেরার হয়ে যায় সেই গোডাউনের মালিক মোক্তার হোসেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার অন্তর্গত নয়াগ্রাম এলাকায়। ওই এলাকার ধান ব্যবসায়ী মোক্তার হোসেন। জঙ্গলমহলের নয়াগ্রাম বেনাশুলি মুড়াকাটা সহ শালবনির বিভিন্ন গ্রামের কৃষকরা নিজেদের উৎপাদিত ফসল বিক্রি করে মোক্তার হোসেনকে। গত ছয় বছরের বেশি সময় ধরে এই ব্যবসায়ী কৃষকদের সাথে একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি করে নিয়েছিল। গত দেড় বছর আগে কয়েকশো কৃষকের কাছে মোটা টাকায় ধান কিনে নিয়েছিল মোক্তার। ওই সময়ের মূল্যের তুলনায় একটু বেশি মূল্যে ধান কিনেছিল ব্যবসায়ী মোক্তার। ধারে দিলেও একটু বেশি মূল্য পাবে এই আশাতে বহু চাষি তার কাছে ধান বিক্রি করেছিলেন। কিন্তু টাকা দেওয়ার সময়ে তার কাছে টাকা চাইতে গিয়ে চাষিদের হয়রানি হতে হয়। টাকা দেওয়ার জন্য বিভিন্ন সময় দিলেও সেই টাকা না মিটিয়ে এড়িয়ে যায় মোক্তার হোসেন।