ভাষা যুদ্ধের মাঝে মুখ খুললেন কমল হাসান

author-image
Harmeet
New Update
ভাষা যুদ্ধের মাঝে মুখ খুললেন কমল হাসান

নিজস্ব প্রতিনিধি - যখন জাতি এক ধরণের ভাষা যুদ্ধের সাক্ষী হয়ে রয়েছে তখনই অভিনেতা-রাজনীতিবিদ কমল হাসান বৃহস্পতিবার ভারতকে একটি 'অনন্য দেশ' হিসাবে বর্ণনা করেছেন যার নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের প্রতিপক্ষের মতো নয়,বলেন তিনি এবং বলেন বিভিন্ন ভাষায় কথা বলা সত্ত্বেও ভারত ঐক্যবদ্ধ।৬৭ বছর বয়সী অভিনেতা বিভিন্ন ছবি যেমন মুঘল-ই-আজম, পাড়োসন এর মতো ছবির উদাহরণ দেন, সেই সঙ্গে বলেন,“আমাদের দেশটি অনন্য, আমেরিকার বিপরীতে… আমরা খুব আলাদা।আমরা বিভিন্ন ভাষায় কথা বলি কিন্তু আমরা ঐক্যবদ্ধ, এটাই এদেশের সৌন্দর্য।”