নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের শশাবনী এলাকায় শশাবনী নজরুল স্মৃতি সংঘের উদ্যোগে সারাদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গ্ৰামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিনের সহযোগীতায় বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা করার ক্যাম্পের আয়োজন করা হয়। জানা গিয়েছে, এই ক্যাম্পে প্রায় ৭০ থেকে ৮০ জনের সুগার পরীক্ষা করা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুগবসান অঞ্চলের প্রাক্তন প্রধান ও সমাজসেবী মীর হামিদুর রহমান, সমাজকর্মী ও গ্ৰামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন, ক্লাবের সভাপতি, সম্পাদক সহ এলাকার বহু মানুষ।