নিজস্ব সংবাদদাতা : ট্রেন লেটের ঘটনায় যাত্রী বিক্ষোভের ছবি প্রায়শই ভেসে ওঠে সংবাদমাধ্যমের পর্দায়। তবে এবার ঘটলো ফলোট পুরাণ। নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই প্ল্যাটফর্মে ঢুকলো ট্রেন। আর সেই আনন্দে গর্বা পরিবেশন করলেন গুজরাতি যাত্রীরা। ঘটনাটিম মধ্যপ্রদেশের রাতলাম স্টেশনের। বান্দ্রা-হরিদ্বার এক্সপ্রেস তার আনুমানিক সময়ের থেকে ২০ মিনিট আগে রাত ১০টা ১৫ মিনিটে রতলাম স্টেশনে পৌঁছেছিল। ট্রেনের জন্য রতলাম জংশনে পিট স্টপ সাধারণত ১০ মিনিটের হয় কিন্তু তাড়াতাড়ি পৌঁছানোর মানে হল এটি প্রায় আধ ঘন্টার জন্য স্টেশন ছেড়ে যাবে না। ঘটনাটি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ করে। তিনি রতলাম স্টেশনে যাত্রীদের নাচের একটি ক্লিপ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।