তাজমহলের মসজিদে নামাজ পড়ে গ্রেফতার ৪

author-image
Harmeet
New Update
তাজমহলের মসজিদে নামাজ পড়ে গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা : তাজমহল চত্বরে শাহী মসজিদে নামাজ পড়ার জন্য চারজনকে গ্রেফতার করা হয়েছে। চার অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইপিসির ১৫৩ ধারার অধীনে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে তিনজন হায়দরাবাদের এবং একজন আজমগড়ের। সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট, এএসআই, আগ্রা সার্কেল রাজ কুমার প্যাটেল বলেছেন যে সুপ্রিম কোর্টের একটি আদেশ রয়েছে যা শুক্রবার ছাড়া সমস্ত দিনে তাজ প্রাঙ্গনে নামাজ পড়া নিষিদ্ধ করে। ধৃতরা নামাজ পড়ে বুধবার। তিনি বলেন, এমনকি শুক্রবারে শুধুমাত্র তাজগঞ্জ এলাকার বাসিন্দাদের, যেখানে সমাধিটি অবস্থিত, সেখানে তাদের দুপুর ১২টা থেকে ২টার মধ্যে প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়।