New Update
হরি ঘোষ, দুর্গাপুরঃ শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের রাস্তায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার কোমরে দড়ি লাগিয়ে সিবিআই আধিকারিক ঘোরাচ্ছেন গোটা শহরে। শিক্ষা ক্ষেত্রে চরম দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করলো সিটিসেন্টার চত্বরে, লক্ষ্য দুর্গাপুরের অতিরিক্ত শিক্ষা আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ। দলীয় কর্মীরা পার্থ চ্যাটার্জীর মুখোশ পড়ে আর সিবিআই আধিকারিক সেজে কোমরে দড়ি পড়িয়ে গোটা রাস্তা ঘোরালো। বিজেপির অভিনব এই আন্দোলনকে ঘিরে উৎসাহী জনতার ভিড় জমলো শহরের রাস্তায়। দুর্গাপুর নগর নিগমের বিজেপি কাউন্সিলার চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, আর ভালো লাগছে না, এবার সিবিআই গ্রেপ্তার করুক রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী ও বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীকে, নাহলে এবার আরও জোরদার আন্দোলন শুরু হবে। প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জীর মুখোশ পড়ে যে বিজেপি কর্মী এদিন আন্দোলনে সামিল হয়েছিলেন তিনি ব্যাখ্যা করলেন কেন এমন অভিনব প্রতিবাদ, একইভাবে সিবিআই সেজে যে বিজেপি কর্মী আন্দোলনে সামিল হয়েছিলেন তিনিও দিলেন তার প্রতিক্রিয়া। দুর্গাপুরের সহ স্কুল পরিদর্শকের অফিসের সামনে বৃহস্পতিবারের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল শহর জুড়ে।
arrest
former education minister
paresh adhikari
cbi. durgapur
partha chatterjee
protest
SSC Recruitment
politics
west bengal
ssc
bjp
tmc
purba bardhaman
SSC scam
ssc case