নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার বিকেল ৪টে বাজতেই বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি নামল শহর কলকাতায়। সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার সাক্ষী থাকল কলকাতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। পশ্চিমাঞ্চলের জেলায় এই তাপমাত্রা বৃদ্ধির হার অপেক্ষাকৃত ভাবে বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা প্রায় নেই। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা বৃহস্পতিবার থেকে আগামী ৭২ ঘন্টা ঊর্ধ্বমুখী থাকবে। তাপমাত্রা বৃদ্ধির হার হবে ১ থেকে ২ ডিগ্রি। এর ফলে গরম বেশি অনুভূত হবে।